বিয়োগ চিহ্ন
সেদিনগুলো আর মনে পড়ে না কোনো ঠাট্টার ছলে—
হারানোর সমুদ্রে ডুবে গেছে অতৃপ্ত বাসনা,
মনের জানালায় কেবলই ঝড়ের অশনিসংকেত।
দিনক্ষণ মাসের হিসাবে বিয়োগ চিহ্নের চিত্র—
ভালোবাসার দলিলগুলোতে পোকার বসবাস,
রং বদলানোর প্রতিযোগিতায় ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা।
সীমাহীন জিজ্ঞাসাগুলো বিকলাঙ্গ—
মনের অন্ধ কোটর সেজে আছে মরুগোলাপে,
কান্নার জলে কেবল বেদনার অঙ্কুরোদ্গম।
মান নির্ণয়ের কাঁটার রুদ্ধ গতি—
আত্মবিলাপে চৌচির হৃদয়ের সাজানো জমিন,
ভুল ভাঙে না হাজারো সান্ত্বনার কোলাহলে।