মুজিব মানেই বাংলাদেশ
মুজিব তুমি কি বায়ান্ন?
যুবকের তীব্র কণ্ঠে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’
স্লোগানে রাজপথ অনড় কিংবা অনুপ্রেরণা
তুমিই তো এগারো মার্চ,
ধর্মঘটের মিছিলে কারাবন্দিত্বের –
ভাষার ন্যায্য যুক্তিতে মহাজাতক।
মুজিব তুমিই কি উনিশত চুয়ান্ন?
যুক্তফ্রন্টের ব্যালট বিপ্লবের আবেশি—
বাঙালি অধিকারের একুশ দফা কর্মসূচি।
মুজিব তুমি কি উনিশত চৌষট্টি?
আন্দোলন সংগ্রামের সম্পাদক,
চেতনার ভারে তীব্র মজবুত।
মুজিব তুমিই তো ছেষট্টির ছয় দফা,
বাংলার অধিকারের সোচ্চার দাবিতে —
লাহোর প্রস্তাবের ‘মুক্তির সনদ’।
মুজিব তুমি কি উনিশত আটষট্টি?
ষড়যন্ত্রের নকশাঘরে, আগরতলা মামলায়
তোমাকে দমিয়ে রাখার নিছক ব্যর্থতা
মুজিব তুমি তো উনসত্তরের গণ–অভ্যুত্থান—
স্বৈরশাসকের বিরুদ্ধে গড়ে তোলা,
দুর্বার গণ–আন্দোলন কিংবা মুক্তি
মুজিব তুমিই তো তেইশে ফেব্রুয়ারি
জাগরণের জনসভায় তারুণ্যের ‘বঙ্গবন্ধু’—
ভূষিত এক আগামীর সূচনা নায়ক।
মুজিব তুমিই তো উনিশত সত্তর —
বাংলার মুক্তির যাত্রায়, নিরঙ্কুশ বিজয়
মুজিব তুমিই তো একাত্তরের সাতই মার্চ?
রেসকোর্সের লাখো মানুষের অপেক্ষা,
তোমার বলিষ্ঠ কণ্ঠধ্বনিতে সেই, জয় বাংলা।
মুজিব তুমিই তো ছাব্বিশে মার্চ-
স্বাধীনতা বার্তায়, বাঙালির চূড়ান্ত মুক্তি।
তুমিই তো একাত্তরের ষোলো ডিসেম্বর,
বাংলাদেশ নামক বিজয়ের মহাকারিগর
মুজিব মানেই শত পথ পাড়ি দেওয়ার সাহস!
মুজিব মানেই তো নব বাংলার স্বপ্নদ্রষ্টা,
মুজিব মানেই তো বাংলাদেশ।