তোমার শহরে বৃষ্টি নামুক

তোমার শহরে বৃষ্টি নামুকছবি: শুভ্র কান্তি দাশ

তোমার শহরে বৃষ্টি নামুক মুষলধারে
অভিমান সব ধুয়ে যাক রাত আঁধারে
সকালটাতে সূর্য উঠুক শান্তি মেলে
দুঃখরা সব মুছে যাক আলো ফেলে।

ভুলগুলো শুধরে যাক বৃষ্টিফোঁটায়
বাগানের ফুলেরা সব পায়ে লোটায়
অনুভূতিরা জেগে উঠে কাটুক হতাশ
তারামেলায় ভরে উঠুক ওই আকাশ।

দুঃখ মাঝে আসুক ফিরে হিমেল বাতাস
মেঘের ভেলা ছুটে গিয়ে কাটুক নিরাশা
সবকিছু আগের মতোই আসুক ফিরে
ভালোবাসা বাসা বাঁধুক শান্তির নীড়ে।