জীবনের ধারাপাতে আপনি যখন পরিপক্বতা অর্জন করবেন, তখন এক অনন্য জগতের বাসিন্দা হবেন। সেই জগতের বাসিন্দা হিসেবে আপনি আর মন্দ লোকেদের কটু কথায় বিচলিত হবেন না। অন্যের তীব্র মন্দ কথারাশির অঝোর বর্ষণেও হাঁসের পালক কিংবা কচুপাতায় জমে থাকা শিশিরের মতো আপনার শরীর ভিজবে না অথবা সুবিধাভোগী মিষ্টভাষী মানুষদের সস্তা সান্ত্বনায় আর আগের মতো আনন্দ কিংবা আবেগে আপ্লুত হবেন না।
অনুধাবন করতে পারবেন, দ্বিমুখী মানুষদের প্রশংসা ও দুষ্ট লোকেদের সমালোচনা উভয়ই গায়ে মাখতে নেই। আরও বুঝবেন, নিজের মন যা বলে, মন যা করতে চায়, যা কিছু সত্য ও কল্যাণকর, ভালো থাকার জন্য যা যা করণীয়, তা–ই করা উচিত। নিজস্ব কক্ষপথে চলতে থাকবেন আপন নিয়মে। তখনই আপনি উঠে যাবেন সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। জীবন হবে ফুলের মতো কোমল ও পবিত্র। আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মানুষটি।
সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা