প্রিয় চব্বিশ,
আমার জীবনের মানসিক প্রশান্তি ফেরানোর গল্পে তুমি অনন্য সারথি। জানি তুমি আর ফিরবে না। তোমার না ফেরার দেশে অনাগত পৃথিবী মায়া জড়িয়ে আজ লাপাত্তা। যেখানে নতুন করে বাঁচতে, নতুন করে হাসতে, নতুন ভুবন রাঙাতে দুটি মানুষের বিষাদময় ব্যাকুলতার ইতি রচনায় ব্যস্ত তুমি।
মিনতি, তোমার না ফেরার দেশে আমাদের খুনসুটিময় অবাধ্য স্মৃতিগুলোকে আগলে রেখো। এত বেশি ভালোবাসা দিয়ে তুমি আজ না ফেরার দেশে পাড়ি জমালে। তবু তোমার ভালোবাসা আজীবন আগলে রেখে বহুদূর হারাতে চাই। তোমার রেখে যাওয়া হাজারও স্মৃতিবিজড়িত মুহূর্ত আমার চোখের নিচে রোজ কালিমা মেখে দেয়।
আমাদের অসমাপ্ত গল্পের প্রতিটি অব্যক্ত অনুভূতি তোমার মায়ায় জড়িয়ে থাকুক। চব্বিশ, তুমি আমার খুব আপন। যাত্রা শুভ হোক। ভালোবাসা নিয়ো। ২৪ শতাব্দী পরেও মায়ায় থেকো।
ইতি
চব্বিশের গল্পকথক
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ