পুষ্প কুড়িয়ে আনতে ফুরিয়ে গেছে ২০২৩

প্রতীকীছবি: আবদুস সালাম

নদীগুলো শুকিয়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে বুকপাঁজরের বাঁ পাশ। পৃথিবীর সব রশি দিয়ে বেঁধে কুয়াশায় বাউণ্ডুলে হয়ে হাত পেতেছিলাম ২৩ সালের কাছে আরেকটু থাকো চুপটি করে ক্যালেন্ডারে।

উত্তরে দক্ষিণা বাতাসের আর্তনাদ
কুয়াশায় ঢেকে যাবে কি তেইশের স্মৃতি। কত স্মৃতি, নতুন মুখ। চক্ষু পলকের চাহিদা কি শেষ হয় না! যত নতুন কিছু দেখে, ততই জ্বলে উঠে। লিমিটিং বিক্রিয়াময় এই সময়ে প্রতিটা সেকেন্ড চলে যাওয়া মানে ফুরিয়ে যাচ্ছে আমার বয়সের ঝুলি থেকে একটা সেকেন্ড। কত স্মৃতিময় পার করে আসা স্মৃতিগুলো প্রবীণ হয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহুর্তের নবীন, এক সেকেন্ডে হয়ে হচ্ছে পুরাতন। নবীন অতি সাধারণ, কিন্তু ক্ষণিক সময়ের ব্যবধানে হচ্ছে প্রবীণ। তেইশ সালটা অনেকের কাছে স্বপ্নের লাল গোলাপ, আবার অনেকের কাছে বিষাদময় গল্প। এই বছরের একটা মিনিটকে আর হীরার খণ্ড দিয়েও কেনা যাবে না।

এই বছরে অনেকে সময়ের টানে হারিয়েছে প্রিয়জন, অনেকে কুড়িয়ে পেয়েছে নতুন প্রজন্ম। যাঁরা হারিয়েছে স্বজন, তাঁদের জন্য বছরটা অগ্নিগিরি। কেউবা হয়েছেন বাবা, কেউবা মা, কেউবা নানা-নানি। আর কেউ হয়েছে বাবাহীন, মাহীন, এতিম, বিধবা! কত অচিন মানুষের সঙ্গে পরিচয় হয়ে মনকে করে দেখেছে অন্যের দখলে।

কুড়িয়ে পাওয়া চিঠি
তুমি চলে যাচ্ছে বলে বাড়ছে বয়স। ১৯ বছরের তরুণীকে শুনতে হচ্ছে বিশ মানে বুড়ি। থুরথুরে বুড়োর গোঁফে ধরছে সাদা রঙের জং, হাতে লাঠি। ২০২৩ সালে কতটা পাপ করেছি? এই বছরে কি করেছি সবচেয়েপাপ? ...মালাকুল মওত কি অপেক্ষায় আছে নতুন বছরের জন্য?
একটা ফুল কুড়াতে গিয়ে হারিয়ে গেছ তুমি। তুমি এত দ্রুত চলে যাও কিংবা কারও জন্য হও পৃথিবীর ধীরগতি।
নতুন বছর শুরু হোক তওবা করে, ফুটক নতুন পুষ্প। পুণ্যের ঝুলি ভরে যাক ভালো কাজে। সব স্মৃতি হোক আলোড়িত।