স্বপ্নের সাথে ভাগ্যের হোঁচট
অতল আঁধার থেকে দুঃখের ক্ষীণ বুদ্বুদ ওঠে
আবার তা আঁধারেই ডুবে যায়।
তবু জীবনের চাকা গড়িয়ে চলে নিঃশব্দের গহিন অন্ধকারে।
অভিশপ্ত পথে পা বাড়াই স্বপ্নের সূচনালগ্নে,
যেখানে প্রতিনিয়ত হোঁচট খায় স্বপ্নের সাথে ভাগ্যের।
অতল আঁধার থেকে দুঃখের ক্ষীণ বুদ্বুদ ওঠে
আবার তা আঁধারেই ডুবে যায়।
তবু জীবনের চাকা গড়িয়ে চলে নিঃশব্দের গহিন অন্ধকারে।
অভিশপ্ত পথে পা বাড়াই স্বপ্নের সূচনালগ্নে,
যেখানে প্রতিনিয়ত হোঁচট খায় স্বপ্নের সাথে ভাগ্যের।