জীবন যুদ্ধের ছাত্র

অলঙ্করণ: মাসুক হেলাল

পৃথিবীটা কণ্টকময় বিশাল রণক্ষেত্র
পথিক আমি ক্লান্ত তবে তীক্ষ্ণ দুটো নেত্র
শিখছি আমি জন্ম হতে শিখছি দিবা রাত্র
পৃথিবীটা বিদ্যাপীঠ আমি তার ছাত্র
যুদ্ধ চলছে নিয়মিত জীবনটা যুদ্ধালয়
জীবনকাল ছোট্ট তবে মস্ত বড় বিদ্যালয়
পরীক্ষায় আসবে দুর্যোগ প্রশ্নে হবে প্রলয়
সমাধান নিপুণ হাতে থাকবে দক্ষের বলয়
বিপদসংকুল পথ চলতে থাকবে ভালো মিত্র
শিখতে হবে প্রতি পদে নয় হারবার পাত্র
জীবনকাল অনেক ছোট অল্প কদিন মাত্র
ভবের হাটে পথিক আমি জীবন যুদ্ধের ছাত্র।