মুখ ও মুখোশ

অলংকরণ: তুলি

ঋতুর চেয়েও দ্রুত বদলে যায়
খুব চেনা মুখের ভাবাবেগ
বাতাসের গতির মতো বদলে যায় মন
জটিল থেকে জটিলতায় পূর্ণ হচ্ছে
সম্পর্কের সুরক্ষা ও সম্মান।
দিনের পর দিন মুখের আড়ালে
মুখোশের রং দেখে দেখে
মুখগুলোর সৌন্দর্যও বড় বেশি
কদর্যতায় বদলে যাচ্ছে।
আজকাল কোনো মুখকেই
বিশ্বাস করতে মন সায় দেয় না
বিশ্বাস–অবিশ্বাসের কঠিন দোলাচলে
মুখ ও মুখোশের চতুর শঠতায়
পৃথিবীটা খুব বেশিই বিষাক্ত হয়ে যাচ্ছে
ভয়ানক অবক্ষয়ের পথে হাঁটছে পৃথিবী
এই অবক্ষয় থেকে যেন বাঁচারও উপায় নেই।