অবসরের আকাশে সোনালি স্বপ্ন
ষাট পেরিয়ে যখন সময়ের ডানায় ভর করি,
বসন্তের বাতাসে হঠাৎ ভেসে আসে এক টুকরো স্বপ্ন।
পুরোনো দিনের নোটবুক খুলে দেখি
লেখা, ‘একদিন...’
তবে কি সময় ফুরিয়েছে?
বয়স কি শুধু সংখ্যা, নাকি অভিজ্ঞতার গহন আলো?
স্বপ্নেরা কি মরে যায়, নাকি নতুন রং খোঁজে?
পঁয়ষট্টিতে এসে যদি থমকে দাঁড়াতে ইচ্ছে করে,
তবু হৃদয়ের ডাকে সাড়া দেয় না এমন কে আছে?
একটি বীজ রোপণ করলেই শুরু হয় জীবন,
ফল ধরুক, পাতাগুলো হেসে হেসে গড়িয়ে পড়ুক
কে বলেছে, এখন আর সময় নেই?
অবসর তো নয় শেষ, বরং এক নতুন দিগন্ত।
চলো এগিয়ে যাই, যেখানেই থাকো,
তোমার স্বপ্নের ডানায় ওড়তে দাও সময়কে।
জীবন নতুনের গান গায় প্রতিটি ভোরে,
যতদিন হৃদয় বেঁচে থাকে।