এই যে বেলা করে ঘুম ভাঙে তোমার, ভোর দেখতে পাও না! দেখতে পাও না হাওয়ায় মিলিয়ে যাওয়া কুয়াশাদের ঝাঁক। রোদ এসে নিয়ে যায় তাদের। হাওয়ায় মিলিয়ে যাওয়া কুয়াশার মতো। এমন করে যদি আমিও হারাই? যদি রোদের মতো এসে নিয়ে যায় মৃত্যুর দূত! তবে ঘুম ভেঙে দেখবে কাকে? বলো!...

মৃত্যুর অভিধানে কি অপেক্ষা লেখা থাকে? মৃত্যুর পর কি সত্যি কোনো জগৎ নেই? এই একটাই জীবন আমাদের? তবু এই ক্ষুদ্র জীবনের জন্য আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই! এই যে কদিন আগেই যার সঙ্গে কথা হলো, সে আজ তোমার পাশে নেই! আফসোস হয় না? তবে সত্যি কি সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য? কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে।

বন্ধু, কেরানীগঞ্জ বন্ধুসভা