প্রতিবাদহীন

অলংকরণ: আরাফাত করিম

অভাবের তাড়নায় মানুষ আজ হাভাতে
পোড় খাওয়া জীবন সমাজের ঘূর্ণিপাকে
প্রতিবাদের কণ্ঠস্বর কাঁদে নীরবে নিভৃতে
মুখ থুবড়ে পড়ে থাকে আশাহত জীবনে।

চোখ–কান সব আছে অন্ধ–কালা সাজে
জন্ম থেকে লালিত বাসনার কবর খুঁড়ে
অভাবতাড়িত জীবনের মৃত্যু কামনা করে।
নাই শব্দটা কানের কাছে করুণ সুরে বাজে
অশ্রুবন্যা আষাঢ়ে বৃষ্টি হয়ে চোখে ঝরে
অভিশপ্ত জীবনের জন্মটাকে দায়ী করে
জন্মকালে যারা জানিয়ে ছিল স্বাগতম
তাদের কাছে আজ জীবন্ত মরণ।

কঙ্কালসার দেহের পরতে পরতে অভাবের যন্ত্রণা
চোখের জলে সমুদ্রের স্রোতের আস্ফালন
তাদের দীর্ঘশ্বাসে বাতাসের বাড়ে ওজন
এই তো তাদের ভালো থাকার জীবন।

ভাষাহীন নীরব দর্শক
প্রতিবাদের শক্তি সাহস আটক
জেল–জরিমানা প্রতিবাদহীন
মানুষের ভাগ্যের লিখন।