<p>শুনেছি! তোমার দেশে নাকি<br>মেঘ না চাইতেই জল পড়ে?<br>আমার এখানে,<br>দশ দিগন্ত থেকে মেঘ কুড়িয়ে এনে<br>আষাঢ় সাজাই,<br>শ্রাবণে তা অশ্রু হয়ে ঝরে।</p>.<p>নিমন্ত্রণ করছি তোমায়<br>আমার শ্রাবণ আয়োজন দেখার।<br>পারলে তুমি বৃক্ষ হয়ে এসো।<br>আমার অশ্রু তোমায় আঁকড়ে ধরবে<br>স্বর্ণলতার মতো।<br>এসো কিন্তু!</p>
<p>শুনেছি! তোমার দেশে নাকি<br>মেঘ না চাইতেই জল পড়ে?<br>আমার এখানে,<br>দশ দিগন্ত থেকে মেঘ কুড়িয়ে এনে<br>আষাঢ় সাজাই,<br>শ্রাবণে তা অশ্রু হয়ে ঝরে।</p>.<p>নিমন্ত্রণ করছি তোমায়<br>আমার শ্রাবণ আয়োজন দেখার।<br>পারলে তুমি বৃক্ষ হয়ে এসো।<br>আমার অশ্রু তোমায় আঁকড়ে ধরবে<br>স্বর্ণলতার মতো।<br>এসো কিন্তু!</p>