এই হৃদে সুখ পাখি খেলে যেত কলরবে,
কোনো একদিন ঢের চাঁদের কিরণে দৃপ্তি জ্বেলে
খোলা জালানায় উঁকি দিত হৃদয় ছুঁইয়ে।
আকাশের শূন্যে ভেসে,
মেঘপুঞ্জ উড়ে যেত ঐ নীল বদনে।

মনের হরষে দোল খেত দক্ষিণা বাতাসে।
কুহুকুহু সুরের জাদুতে বাসন্তী বিকেলে
মন মাধুরী ফুটে উঠত বৈচিত্র্য ফুলে ফুলে।
আজ শুধু নিভৃতে নিশীথের আঁধারে
কুয়াশা ঝরে পড়ে টলটলে ঝরনার মতো করে।