সত্য সুর

প্রতীকীছবি: এআই/বন্ধুসভা

লেখনীর ধারা স্তব্ধ,
শহরের বাঁকে বাঁকে।
নিস্তব্ধ, নিবৃত্ত থাকে
সত্য প্রকাশের দায়ে।
মিথ্যা প্রচারে পায় বাহবা!
সত্য প্রকাশে হয় হেনস্তা।
হতে পারে কেউ হারিয়ে বসে
জীবনের ছন্দতত্ত্বতা।
শব্দের ঝড়, ছলনার ঘর
বদলায় মানুষের রং।
মুখোশের আড়ালে পুষে রাখে যা
করে যে সে উন্মোচন।
বহু শব্দ সুরস্তব্ধ
তবু তা চিরকল্প,
ধমে যাওয়া ধ্বনি তাই
জ্বেলে ওঠে আলোর আভায়।
সম্মিলিত কণ্ঠ তখন হয় অপরাজয়।