আমি হীন, চিরদিন
তব সমাজে
আমি লাজে, আমি কাজে
তথাকথিত বাজে।
আমি উগ্র মানতে তোমাদের আইন
তোমরা গোপনীয় পাপ, সাজানো নরক
আমি মাইন, মিসাইল
তব সম্মুখীন বিস্ফোরক।
আমি হঠাৎ করেই ভুল
আমি অজ্ঞ কথাই তার কুল
আমি সদ্য পরিস্ফুট ফুল
যতন পাইলে সবে করিব আকুল।
আমি জল, আমি অনল
আমি শিক্ষকের হস্তের শাসিত বেত
আমি ভেঙে পড়লে গড়ে উঠি
কেউ নাই পাশে আমি একাই তার সংকেত।
রুক্ষ হস্ত, সজাগ মস্তিষ্ক
অবিরত পরিশ্রম
আমি হোঁচট খেয়ে উঠে দাঁড়াই
আমি বিবেক নিয়ে ছুটে চলি অবিরাম।
আমি মস্ত
কাজী নজরুলের উন্নত মম শীর
আমি অন্যায়ের দিকে বিষাক্ত তীর
আমি একাই রণক্ষেত্রে টিকে থাকা বীর।