মনহরিণী কদম ফুল
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে মন করে হায় ব্যাকুল!
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে মনহরিণী কদম ফুল।
নিদারুণ তার রূপের বাহার, সাদা পাড়ের হলুদ শাড়ি;
সেজেগুজে হাতছানি দেয়, কদম ডালে তার বাড়ি।
ইচ্ছে করে তার হারিয়ে যেতে নীল আকাশের দেশে
তাই তো সে হাতছানি দেয় বর্ষারানির বেশে।
লুকিয়ে থাকে অসংখ্য সবুজ পাতার ফাঁকে;
হৃদয়গভীরে স্বপ্নস্মৃতি এঁকে।