ক্ষুধার্ত মাটির বুক

অলংকরণ: মাসুক হেলাল

জলের ঠেলায় পিছলে পড়ে গিয়েছিলাম
ক্ষুধার্ত মাটির বুকে,
ক্ষণিকের মধ্যে চুষে নিয়েছিল সব বল
সারা অঙ্গে খেলা করছিল বিষাক্ত ঢেউ
ফিরে দাঁড়ানোর মতো শক্তি ছিল না গায়ে
আঙুলের সঙ্গে আঙুলের ফাঁকের দূরত্ব বেড়ে যায়
একটা অন্যটার সঙ্গে যুক্ত হতে আপ্রাণ চেষ্টা করে
কোনোভাবেই সফল হতে পারেনি,
ব্যর্থতার কালো মেঘে ঢাকা পড়ে সবকিছু।
হাঁটুর সঙ্গে হাঁটুর গভীর সম্পর্ককে করে দেয় দুর্বল
তাদের মিলিত হতে দেয়নি স্যাঁতসেঁতে মাটি
যখন ওরা এক হতে চেয়েছে,
তখন সাপের মতো ফনা তুলে সামনে দাঁড়িয়েছে জল
পৃথক পৃথকভাবে ছিটকে পড়ে চিৎকার করছিল
এগিয়ে আসেনি কেউ ওদের বাঁচাতে,
অক্ষমতার নীল নকশায় আটকে ঝুলন্ত সেতুর মতো দেহ
সক্ষমতার সব শক্তি ক্ষণিকের মধ্যে অচল হয়ে যায়
ব্যর্থতার চাদরে মুড়িয়ে নেয় বুকের অংশটুকু।