<p>বর্ষা এলে ডেঙ্গু বাড়ে<br>বাড়ে মৃত্যুঝুঁকি,<br>শঙ্কা নিয়ে জীবন কাটায়<br>ছোট্ট খোকা–খুকি।</p>.<p>সতর্কতা বেশ জরুরি<br>শহর কিংবা গ্রামে,<br>ডেঙ্গু রোগীর সংখ্যা যেন<br>শূন্যের কোটায় নামে।</p>.<p>পরিচ্ছন্ন রাখতে হবে<br>বসত বাড়িঘর,<br>এ দেশ থেকে দূর হয়ে যাক<br>ডেঙ্গু নামক ঝড়।</p>
<p>বর্ষা এলে ডেঙ্গু বাড়ে<br>বাড়ে মৃত্যুঝুঁকি,<br>শঙ্কা নিয়ে জীবন কাটায়<br>ছোট্ট খোকা–খুকি।</p>.<p>সতর্কতা বেশ জরুরি<br>শহর কিংবা গ্রামে,<br>ডেঙ্গু রোগীর সংখ্যা যেন<br>শূন্যের কোটায় নামে।</p>.<p>পরিচ্ছন্ন রাখতে হবে<br>বসত বাড়িঘর,<br>এ দেশ থেকে দূর হয়ে যাক<br>ডেঙ্গু নামক ঝড়।</p>