অসহনীয় দুর্যোগ
মুষলধারে বৃষ্টি হচ্ছে একটানা
সুশীতল সুবাতাস বইছে ধীরে ধীরে সর্বত্র
টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টির বেসুরো তাল
তবু শান্তি আছে কি কোথাও এই ক্ষণে?
দূরবর্তী মহল্লা থেকে ভেসে আসছে কান্নার সুর
অসহায়ের আর্তনাদে ডুবে যাচ্ছে উপকূল
যেন পাহাড়ের ঢল ভাসিয়ে নিচ্ছে সর্বোচ্চটুকু
কানে বাজছে হাহাকারের বিদীর্ণ সাইরেন
আকাশের তুমুল তাণ্ডবে বিচ্ছিন্ন কণ্ঠস্বর;
কী নির্মম প্রকৃতির খেলা চলছে চতুর্দিকে
বাকিটুকু হয়তোবা ডুবে যাওয়া ফসলের মাঠে
কালকে ভেসে উঠবে মরা মাছের ন্যায়,
আজকের ডুবে যাওয়া ফসলের ফসিলটুকু
অন্নহীন মানুষের চিৎকার বেঁচে থাকবে, কিছুদিন।
এমন অসহনীয় দুর্যোগ বল কে চেয়েছে?
সুতীব্র সংকটময় মুহূর্তে কাটছে নির্ঘুম রাত্রি
প্রভাত অতি নিকটে এই আশ্বাসের জেরে।