শীতের ছোঁয়ায় রঙিন জীবন

শিশিরভেজা সকাল। প্রতীকীছবি: মো. সাদিকুল ইসলাম।

শীতকাল এক শান্তিময় ও আনন্দঘন ঋতু। পৌষ-মাঘের সময়জুড়ে শীতের রাজত্ব, যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পরিবেশকে অন্য রূপে সাজিয়ে তোলে। এই ঋতুর অন্যতম আকর্ষণ হলো পরিষ্কার নীল আকাশ, হিমেল হাওয়া আর শিশিরভেজা সকাল। প্রকৃতির বদলে যাওয়া রূপ আর মানুষের জীবনধারার সঙ্গে মিশে থাকে অনন্য রূপবৈচিত্র্য।

ভোরবেলা এক ঘুমজাগানো অনুভূতি তৈরি করে। কুয়াশার চাদরে ঢাকা রাস্তা আর মাঠ যেন অদ্ভুত রহস্যময়। গাছের পাতা আর ঘাসে জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝকঝকে হয়ে ওঠে। নদী, খাল-বিল ও পুকুরে ভোরের কুয়াশায় দেখা মেলে অন্য রকম শীতল সৌন্দর্যের। এই সময় প্রকৃতি শান্ত ও গভীর হয়ে ওঠে।

শীতের দিনে ফুলের সমারোহ সবচেয়ে বেশি চোখে পড়ে। গোলাপ, ডালিয়া, গাঁদা আর চন্দ্রমল্লিকার সৌরভ এই ঋতুকে করে তোলে আরও রঙিন। শহরের পার্কে ও গ্রামের গাছপালায় শীতকালীন ফুলের বাহার মানুষের মনে এক আলাদা আনন্দের সঞ্চার করে।

শীতকাল মানেই পিঠার মৌসুম। খেজুরের রসের পাটালি গুড় দিয়ে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা কিংবা দুধপিঠার মতো খাবার গ্রামবাংলার প্রতিটি ঘরে উৎসবের আমেজ নিয়ে আসে। সকালে গরম চা কিংবা দুধের সঙ্গে এই পিঠার স্বাদ অনবদ্য।

পৌষ পার্বণ বা মেলা শীতের আরেকটি বড় আকর্ষণ। গ্রামীণ মেলা মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের এক বড় উৎসব। স্থানীয় লোকসংগীত, বাউল পরিবেশনা আর হাতে তৈরি শিল্পের পসরা শীতকালে বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে তোলে।

এই সময় ভ্রমণের জন্যও সবচেয়ে উপযুক্ত। পাহাড়, সমুদ্র কিংবা বনজঙ্গলে ভ্রমণ করতে মানুষের ঢল নামে। বান্দরবানের নীলগিরি কিংবা রাঙামাটির কাপ্তাই হ্রদ শীতকালে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এ ছাড়া সুন্দরবনের বন্য প্রাণী দেখা আর নদীর নির্জনতা উপভোগ করতেও শীতই সেরা সময়।

শীতে পোশাকেও আসে বৈচিত্র্য। সোয়েটার, মাফলার, শাল আর কম্বলের বাহার যেন বাঙালির পোশাকের নতুন চেহারা নিয়ে আসে। রাতের ঠান্ডায় গ্রামের মানুষ আগুন জ্বালিয়ে আড্ডা দেয়, গান গায়।

শীতকাল শুধু শারীরিক অনুভূতির বদল নয়; এটি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশেষ প্রভাব ফেলে। এ সময় চাষিরা মাঠ থেকে শর্ষে ও আলুর ফসল ঘরে তোলেন। এ ছাড়া দেশজুড়ে বিভিন্ন সামাজিক উৎসব, বিয়ে এবং মেলা আয়োজন সবচেয়ে বেশি হয়। তাই এই ঋতু গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রায় গভীরভাবে প্রোথিত।

শীত প্রকৃতির অনন্য রূপমালা, মানুষের আনন্দময় উদ্‌যাপন আর উষ্ণতার মেলবন্ধন। কুয়াশাভেজা সকাল, সূর্যের গরম আলিঙ্গন, পিঠাপুলি আর চারপাশের ফুলে ভরা প্রকৃতি মিলে শীত এক অনির্বচনীয় সৌন্দর্য নিয়ে আসে। বাংলাদেশে শীতকাল তাই চিরকাল স্মরণীয় ও প্রশংসনীয়।

খিলগাঁও, ঢাকা