নিদারুণ মৌনতা

অলংকরণ: আরাফাত করিম

কী আশ্চর্যজনকভাবে দুজন নীরব হয়ে যাই! দেখা হলেই
কী নৈঃশব্দ্য আমাদের! ভেতরকার তুমুল কথাময়তাকে উসকে দিতেই।
এই যে রোজ এত কথা, এত ব্যাকুলতা পুষে রাখি বুকের ভেতর,
কী এক অজানা কারণেই সমস্ত কিছু উবে যায়; কাছে গেলেই!

দিনমান শুধু ভাবি—তোমাকে আর ভাবব না।
অথচ যতবার ভুলতে যাই তোমাকে ভীষণ, ততবার মনে পড়ে যাও।
আমার নিদারুণ বৈকল্য, অসহায় সমর্পণ—কী এক পাগলামি যেন!
আমার সমস্ত কোলাহল এসে মিশে যায় তুমিময় নিদারুণ মৌনতায়।