স্বপ্নের দামে কেনা সুখ
যাপিত সময়ের আটপৌরে দুঃখগুলো
কেবলই শরীর–মনে লেপটে থাকে
অবহেলার বিষবৃক্ষগুলোকে
হৃৎপিণ্ডের ব্যালকনিতে পুষে রেখেই
সেই বৃক্ষের প্রস্ফুটিত শুভ্র ফুলগুলোকে
মুখাবয়বের শাখা–প্রশাখায় সাজিয়ে রাখি।
ধুতরা ফুলের সফেদ পাপড়ির প্রলেপে
ডাগর চোখের নিচের কালশিটে ঢেকে
রুক্ষ ঠোঁটেও বিষাক্ত ফুলেরই রস মেখে
ঠোঁটের স্নিগ্ধতা বাড়িয়ে হাসতে থাকি।
নিষ্প্রভ চোখের মণিতে আঁকা
সহস্র সুদীপ্ত জোনাক স্বপ্নগুলোকে
ঠোঁট কামড়ে নিষ্ঠুরতার বলি দিয়ে দিয়েই
সংসারী মায়ায় নিপুণ কুশীলবতায়
প্রেম ও সুখের রঙিন প্রজাপতি উড়াই।
সুখ যেন অধরা এক সোনার হরিণ
তার ছোঁয়া পাওয়াও দুর্লভ, সহজ নয়
অমূল্য স্বপ্নের দামেই সুখ কিনতে হয়।