দুঃখ হলো চিরসাথি
একটু হালকা হলে,
মনের ঘরে স্বস্তি জাগে
তাকেই সুখ বলে।
সুখের পিছে ছুটবে যত
অসুখ তত বাড়ে,
বেশি পাবার প্রত্যাশা যার
দুঃখ হাড়ে হাড়ে।
কাঁড়ি কাঁড়ি টাকাকড়ি
নেই তাতে কল্যাণ,
জ্ঞানের গোলা যায় ভরে যে
তার জীবন অম্লান।
সুখ-দুঃখের কোলাকুলি
তুষ্টি তাতে জাগে,
অল্পে তুষ্টি শান্তিনিবাস
গোলাপ হৃদয়বাগে।