অভিমানী নীরবতা

প্রতীকীছবি: ফ্রিপিক

দেখলে হৃদয়ে ওঠে কম্পন,
দূরত্ব ছুঁয়ে যায় ব্যথার ধোঁয়াশা।
তোমার মায়াবী চোখে
থেমে যায় আমার পৃথিবী।
কথা বললে বাড়ে মায়ার বাঁধন,
তাই বুঝি নীরবতাই তোমার পছন্দ।
আমি শুধু ভাবি—
এই নীরবতা কি অভিমান,
না ভালোবাসার ছন্দ?
বহুদিন হলো—
চোখে চোখ রাখিনি,
হাত ছুঁয়ে বলিনি, ভালো থেকো।
একটুখানি টেক্সটের আশায়
রাতে ছাদের নীরবতায় বসে থাকি।
তবু…
তুমি ফিরবে—এই আশাতে
প্রতি ভোরে নতুন সূর্য দেখি।
জানি না তুমি কেমন আছ,
শুধু শুনতে ইচ্ছে করে—
আমার নামটা এখনো কি
তোমার মনে রেখেছে একটুও জায়গা?