মায়াবী বন্ধন

অলংকরণ: আরাফাত করিম

গোধূলি বিকেলের মায়ায় জড়িয়ে পড়ি মনে মনে
সান্ধ্যনগরীর ছায়ায় তুমি ডুবেছিলে অজেয় সন্ধিক্ষণে।
ফিনিক ফোটা জোছনার মতন ছিল
তোমার অবুঝ মায়াবী বন্ধন,
কালের খেয়াঘাটে বয়ে চলে
কতশত অনিঃশেষ শিহরণ।
প্রকৃতির তপস্যায় থাকে অনুরাগের পরাগমাখা প্রহর
নীরবতার অবয়বে ঢেকে যায়
প্রতিদিনের এই ব্যস্ততম শহর।
রোজ বিকেলের মায়াপুরে
অপূর্ণ ইচ্ছেরা জড়িয়ে যায় পূর্ণতারই ভিড়ে,
কোলাহল শেষে ডাহুকেরা ফেরে যখন
সব ভুলে আপন আপন নীড়ে।
এই মায়ারই জালে ডুবে তোমার সাথে প্রণয় বাঁধি সুখে
হোক না শুরু এই ক্ষণেরই কোন সে সাধ্য তবে রুখে।