প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের কবির তুষার রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার বিকেল ৪টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুসভার বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। এভাবে হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা যেন কেউই ঠিক বিশ্বাস করতে পারছে না।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ফেসবুক ওয়ালে শোক প্রকাশ করে লেখেন, ‘এত ভালো মনের মানুষ আমি জীবনে কম পেয়েছি। ওর মৃত্যুর খবরে চোখের পানি আটকাতে পারিনি। তুষার নিশ্চয়ই ভালো থাকবে।’
বন্ধুসভা জাতীয় পর্ষদের সাবেক সহসভাপতি সজীব মিয়া বলেন, ‘বন্ধুসভার তুষার—এই পরিচয়টা সে গতকাল পর্যন্ত ধারণ করেছে। বন্ধুসভা ছিল আমাদের আরেকটা পরিবার। সেই পরিবারে আপাদমস্তক সংগঠক, নিবেদিতপ্রাণ কর্মী ছিল তুষার। কাছের মানুষকে আগলে রাখার অসাধারণ গুণ ছিল ওর মধ্যে।’
কর্মজীবনে প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন জুবায়ের কবির তুষার। তাঁর মৃত্যুতে বন্ধুসভা পরিবার গভীর শোক প্রকাশ করছে।