খুলনা সভার আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক কর্মশালা

কর্মশালায় প্রায় ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন
ছবি: বন্ধুসভা

প্রমিত উচ্চারণে আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। ২৯ ও ৩০ জুলাই সরকারি ব্রজলাল কলেজের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে সনদ হাতে প্রশিক্ষণার্থীরা
ছবি: বন্ধুসভা

কর্মশালার প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বেতারের নাট্যশিল্পী ও উপস্থাপক এবং খুলনা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুদীপ কুমার। দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আবৃত্তিশিল্পী ও খুলনা বেতারের উপস্থাপক নাহিদ নেওয়াজ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান করা হয়।

প্রশিক্ষক ও অতিথিদের মাঝে স্মারক প্রদান
ছবি: বন্ধুসভা

আয়োজনের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ও বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্রসংগীতে পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রফেসর সাধন রঞ্জন। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন রায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক কবির আহমেদ, সরকারি ব্রজলাল কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া পারভীন ও প্রথম আলোর প্রতিনিধি উত্তম মন্ডল।

সনদ বিতরণ
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় দিন সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকউজ্জামান, সহযোগী অধ্যাপক শংকর কুমার, খুলনা বন্ধুসভার উপদেষ্টা ইসমাইল হোসেন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান। সভাপতিত্ব করেন খুলনা বন্ধুসভার সভাপতি তারক চাঁদ।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা