ঘুটঘুটে আঁধার

ছবি: ফ্রিপিক

এই শহরের ঘরবন্দী রাতের জানালায়
শূন্যতার পর্দা নেমে আসে,
কত দিন হলো দেখি না চাঁদের আলো।
এই অসীম নীরব নিস্তব্ধতায় হৃদয় যেন
চিৎকার করে অথচ কেউ শোনে না।
দেয়ালে ঘড়ির কাঁটা ছুটে চলে নিজস্ব গতিতে,
সময়ও বুঝি দ্রুত চলে যায় কিছুই টের পাই না।
মনের ভেতর জমে থাকা কথারা ঢেউ তোলে,
অথচ এই শহরে কেউ নেই শোনার।
এই আঁধার বাইরে নয়, বুকের গভীরেও নামে।
আশার প্রদীপ নিভে যায় মহা শূন্যতায়।
তবু কেন জানি হৃদয়ে চুপিচুপি জাগে আশা,
ঘুটঘুটে আঁধারের মাঝে জেগে থাকে
একটি সুখের রঙিন আলোকিত ভোর।