কাউকে দেখি উত্তরে যায় কাউকে দেখি দক্ষিণে,
পূর্ব–পশ্চিম ঘুরে আবার কেউবা থাকে মাঝখানে।
কাউকে দেখি সুযোগ বুঝে ছাতা ধরে মেঘ পানে,
গণতন্ত্রের তকমা দিয়ে আপন পথের গুণ টানে।
সব ক্ষমতা দেশ–জনতা—এটাই হলো শেষ কথা,
টোপ ফেলে তাই ছিপ ধরে রয় বসে থাকে দেশনেতা।
ছিপ ফেলেছি টোপ দিয়েছি গিলবে কখন জনগণ,
গণতান্ত্রিক মন্ত্রে মুগ্ধ ভাবছে নেতা সর্বক্ষণ।
জনতন্ত্র, গণতন্ত্র—সবকিছুতেই এক সমান,
আমজনতা আগের মতোই কোথায় বাড়ে জীবনমান?
কাঁঠাল দেখি ভাঙছে সবাই জনগণের মাথার ওপর,
ডানে–বামে সামনে–পিছে সবাই দেখি স্বার্থপর।
কেউ চাটুকার, কেউ গুণধর, কেউবা সাজে সৎ–সাধু,
ঘাপটি মেরে ভেজা বিড়াল চেটে চেটে খায় মধু।
জনগণের নাম ভাঙিয়ে চলছে সারা বিশ্বটাই,
মিষ্টি শাসন নীরব শোষণ চলছে রাজার রাজ্যটাই।
বেভুল ভুলে তাল বেতালে রাজার গতি উল্টো ধায়,
ভোগবিলাসে প্রজার কথা যায় ভুলে সব নির্দ্বিধায়।
মানবতার মুক্তিকামী আমজনতার রক্ত যায়,
আপন অধিকারের কথা প্রজায় যখন বলতে চায়।