ধূসর স্মৃতি
আমি সন্ধ্যা অলকানন্দা হব
অন্ধকারে মিলিয়ে যাব,
সকল স্মৃতির বেড়াজাল ছিন্ন করে।
আবার ফুটব শরতের শিউলি হয়ে
স্নিগ্ধ স্পর্শে কোমল গন্ধে,
ভরে যাবে শীতল বাতাস
প্রকৃতি জানান দেবে আমার ফিরে আসা;
নদীর কলকল ধ্বনি,
পাখির গুঞ্জন জানান দেবে
সমস্বরে—
আমার নবাগত আগমন!
চারদিকে বইবে বসন্তের শুভ্র বাতাস
প্রকৃতির মুগ্ধতা জানান দেবে বারংবার—
অস্তিত্ব কখনো মুছে যায় না,
সকল সৌন্দর্যের মাঝে কোথাও না কোথাও
স্মৃতিরা আজও অমলিন।