ভালোবাসার রং
আচ্ছা, ভালোবাসার রং কী?
ধূসর নাকি রঙিন?
নাকি এলোমেলো কাব্যের সমাহার?
জানো না তো!
অথচ তুমি প্রেমপূজারি,
প্রেমসঞ্চারী,
প্রতিনিয়ত প্রেমের হাঁট বসাও বুকপাঁজরে,
কত সুলভ মূল্যে বিকিকিনি করো তোমার প্রেম।
আচ্ছা, তুমি কি জানো কতটা রক্তক্ষরণ হলে ভালোবাসা যায়?
আমি জানি—
গোলাপের বিষাদিত ক্ষতটা কতখানি গভীর হয়,
আমি দেখেছি এক আকাশ মেঘের কান্না,
আমি স্পর্শ করেছি সাগরের দুঃখের গভীরতা,
আমি শুনেছি, বুকের পাঁজর ভাঙার শব্দ,
বিরহী বাঁশির সুর।
অথচ তুমি সময়ের সাথে পাল্লা দিচ্ছ অহরহ,
ঘড়ির মতো হাতবদল করো প্রতিনিয়ত তোমার প্রেম,
আমি বৃথা প্রেমের ধূপ জ্বালাই,
গন্ধ বিলাই,
আরতি সাজাই,
আমি জানি প্রেমের রং কী,
সময়ের স্রোতোধারায় ধূসর হতে থাকে ভালোবাসার রং।