কষ্টের ফেরিওয়ালা

অলংকরণ: আরাফাত করিম

লাল নীল হলুদ দীপবাতি
কষ্ট পেয়ে পৃথিবী ধূসর হয়
তবু আকাশের নীল ছাউনি দিয়ে
গড়ে ওঠে মনের সবুজ ঘর।
সূর্যের সোনার কাঠি হাতে দাঁড়ায়
হয়তো সে আমাদের হারানো বিশ্বাস।
একচিলতে নরম রোদের মতো হেসে
এগিয়ে আসে কোনো কোনো প্রিয়মুখ—
বসে ভাঙা আরাম কেদারায়।
দৃঢ়প্রত্যয় ছুঁয়ে নামে কমলা বিকেল।
কষ্টগুলো ক্রমশ পিছু হাঁটে।
সন্ধ্যায় জোনাকির শরীরে নামে
নক্ষত্রের রুপালি আশীর্বাদ।
বাতাসে ভেসে আসে ভালোবাসার ঘ্রাণ।
কষ্টগুলো তখন দূরে যায়—
মিশে যায় নিকষ কালো অন্ধকারে।