ভ্রমণ পথ

প্রতীকীফাইল ছবি

আমি এই পরিচিত পৃথিবীর জাহাজে উঠেছি
অঙ্কুরিত বীজপত্রের সিঁড়ি বেয়ে
সময় এগিয়ে যায়
কলাইডোস্কোপে বদলায় রঙিন ছবি
জাহাজও শুরু করে সমুদ্র পরিক্রমা,
সিংহল দ্বীপ পেরিয়ে যায়
পিছু হটে নারকেলগাছের সারি
ইন্দোনেশিয়া পেরিয়ে দেখি
পৃথিবীর রং রূপ ইতোমধ্যেই
অনেকটাই অচেনা খাতায় জমা।
সময়েরা উষ্ণ চুম্বন ভুলে যায়
ধীরে ধীরে চুলের কালো গোলাপবাগানে
বিশ্বকর্মা রংতুলি দিয়ে এঁকে দেয়
জীর্ণতার তাম্রলিপি
সাদা সাদা বয়সের ছোপ,
পৃথিবী পেরিয়ে দেখি
আমার এই পৃথিবী অচেনা
জাদুকর মায়ালিপি হারায় সহসা
ঈশ্বর শৈল্পিক কুঠার হাতে নিরন্তর মেরে চলে
অস্তিত্ব বিনাশী সব নির্দয় কোপ।