জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হলেন বন্ধুসভার ইকবাল হাসান

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ইকবাল হাসানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মোহাম্মদ ইকবাল হাসান। তিনি গোয়ালন্দ বন্ধুসভার বন্ধু এবং রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা। এর আগে ২০১৮ সালে তিনি ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন।

৭ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ ইসলাম, মেডিকেল কর্মকর্তা রুহুল আমীন, এলজিইডির উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহযোগী অধ্যাপক আমীরুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ ইকবাল হাসান
ছবি: সংগৃহীত

এর আগে ২৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ে সদস্যসচিব প্রফেসর মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করা হয়।

মোহাম্মদ ইকবাল হাসান গত বছরের ১১ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি স্টেকহোল্ডারের সঙ্গে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্বসম্পন্ন, সততা ও কাজের সুনাম অর্জন করেন। আর্থিক শৃঙ্খলা, পেশাগত সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারকি করাসহ নানা কর্মকাণ্ডে প্রশংসিত হন।

ইউএনও জাকির হোসেন বলেন, ‘মোহাম্মদ ইকবাল হাসান প্রথমে জেলা, এরপর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তাঁর নাম বুধবার জানানো হয়। সারা দেশের মধ্যে গোয়ালন্দ উপজেলা শ্রেষ্ঠ হওয়া আমাদের জন্য অনেক গর্বের খবর। আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি এবং মঙ্গল কামনা করছি।’