ব্যথা সমুদ্রের বুকে

সমুদ্রছবি : এএফপি

সমুদ্রে বেঁধেছি ঘর বিষাদের জলে;
নিশিভর কোলাহলে স্রোত টলটলে।
অসীম অনন্ত এই যাত্রা মহাকাল;
পথ চেয়ে বসে থাকি তবু চিরকাল।
নিষিদ্ধ নগর বুকে ট্র্যাজেডি দহন
পৃথিবীর মৃত্তিকায় অনল চরণ।  
কেউ যেন ভালো নেই, বহুকাল ধরে;
প্রশান্তি চেয়েছে সবে, বহুবার মরে।

জলস্রোত ধেয়ে আসে বিষাদের বেশে;
বাঁধানো সে ঘরখানি ভেঙে যায় শেষে।
যে ঘরে জ্বলেছে কত অভিলাষ বাতি;
তা সব শেষ হলো, রেখে মাতামাতি।
সমুদ্রের তীর ছিল ব্যথাময় নীড়ে;
হেসে হেসে দৃঢ় হতো, চেয়ে ধীরে ধীরে।
জীবন বিবর্ণ রঙে অবিরত জ্বলে;
সমুদ্রে বেঁধেছি ঘর বিষাদের জলে।