অর্থহীন হতাশা

একটা বিষণ্ন সন্ধ্যাছবি: সৈয়দ লতিফ হোসাইন

বিষণ্ন এক সন্ধ্যায় নিস্তব্ধ কোলাহল
গহীন অরণ্যে অন্ধকারে নিমজ্জিত
কল্পিত যন্ত্রণাগুলো বিভীষিকাময়
এক বিধ্বংসী শিখায় পরিণত আজ।
ক্লান্তিহীন বিকেল অসহ্য বেদনাময়
প্রতিটা স্মৃতি তীব্র অগ্নিকাণ্ডে দগ্ধ
অসহ্য কষ্ট আর নিদারুণ আর্তনাদ
ভারী হয়ে, বিষণ্নতায় ছেয়ে গেছে।
যেখানে না পাওয়ার আকুলতা
গুমরে গুমরে কেঁদে আজ ক্লান্ত
সেখানে হতাশা নামক অবাঞ্ছিত
শব্দ কেবলই অর্থহীন মনে হয়।