বিজ্ঞপ্তি

ছবি: ফ্রিপিক

আলিঙ্গনে বুকের কাঁপুনি দিয়ে যেদিন পূর্বাভাস দিয়েছিলে
সেদিন আমি বড্ড একরোখা ছিলাম।
আমি শুধু শুঁকেছি পাঁজরের পৃষ্ঠাঙ্ক,
আর, চুকিয়েছিলাম অপেক্ষার বদ্ধ উন্মাদনা।
ভেবেছিলাম এই বুঝি আমার সুখ
এই বুঝি তোমার বুকের বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল আমার শহর।
আটপৌরে কালিটা আজ বিজ্ঞপ্তির পাতায় বড্ড অস্পষ্ট!
ঘামে জবজবে তোমার কালো চুলে—
সেই অস্পষ্টতার বিনাশ চেয়েছিলাম আমি।
অথচ বিজ্ঞপ্তির শেষ পাতায় লেখা ছিল
আমি তোমাকে ভালোবাসিনি।