প্রেম ও প্রতিবাদের উপন্যাস ‘আরেক ফাল্গুন’

জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’

জহির রায়হান একাধারে চলচ্চিত্র পরিচালক ও গল্পকার। তাঁর লেখা ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি ১৯৫২ সালের প্রেক্ষাপট উত্তরকালের ঢাকার পরিস্থিতির ওপর লেখা একটি কালজয়ী রচনা। এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস। উপন্যাসের প্রতিটি চরিত্রের হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কের গতিবেগ অনুধাবন করতে হবে। মুনিম, আসাদ, সালমা চরিত্রগুলোর মধ্যে নিজেকে খুঁজতে হবে। ওদের সঙ্গে চলে যেতে হবে অদেখা সেই অদ্ভুত মাতাল সময়ে।

জহির রায়হানের লেখার আকর্ষণীয় দিক হচ্ছে, তাঁর গল্প বলার নিজস্ব ভাবধারা। তাঁর চরিত্র ও দৃশ্যগুলো যেন অনেক বেশি জীবন্ত।

খুব ছোট্ট একটা উপন্যাস, কিন্তু পড়ার সময় গায়ের লোম দাঁড়িয়ে যায়। লেখক সাবলীলভাবে এত বিষাদময় একটা প্লটকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন স্বচ্ছ পানিতে গা এলিয়ে দেওয়া। কোনো রকম বাহুল্য নেই। দেশের জন্য দুই হাত হারানো মানুষের গল্প, যে কখনো আলিঙ্গন করতে পারবে না তার প্রেমিকাকে। রাজনীতি করতে গিয়ে প্রেমিকা থেকে দূরে চলে যাওয়ার দীর্ঘশ্বাসের গল্প। ১৯৫২ সালের সেই দিনের বাস্তব বর্ণনায় যেন বরকতকে চোখের সামনে মিছিলে দাঁড়ানো দেখছি! প্রতিটি বাড়ির ছাদে স্লোগান দিয়ে পুরো এলাকাকে সরব করে তোলা, পুরো ঢাকাকে সরব করে তোলা রক্তে আগুন জ্বালানো আরেক ফাল্গুন।

ফাল্গুন এলেই প্রিয়জনকে নিয়ে লেখা চিঠির শেষ লাইনে আমরা লিখি ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব’। উপন্যাসের শেষের দুই বাক্যে এ কথা জোরগলায় বলছিল এক যুবক। তার কথায় আছে প্রেম ও দ্রোহ। আন্দোলনের সময় প্রেমিকা ডলির জন্মদিন পালনের উৎসবে মুনিমকে খালি পায়ে আসতে হয়। বিত্তশালী ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ডলি যতটা ব্যক্তি মুনিমের ভক্ত, তার আদর্শের প্রতি ততটাই বিরক্ত। উৎসবে খালি পায়ে মুনিমের উপস্থিতিতে ডলি বিব্রত বোধ করে। সে চায় না, মুনিম উপহাসের পাত্র হোক। এ ছাড়া মুনিম ব্যস্ততার কারণে ডলিকে সময় দিতে পারে না। অভিমানী ডলি রাগে-ক্ষোভে মুনিমের উপহারসামগ্রী ফেরত পাঠায়, সঙ্গে রিফিউজ লেটার। মুনিম আহত হয়। কিন্তু রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে সে একমুহূর্তের জন্যও বিচ্যুত হয় না। প্রেম ও প্রতিবাদের উপন্যাস ‘আরেক ফাল্গুন’। আরেক ফাল্গুন আমাদের অন্যায়ের কাছে মাথা নত না করার চেতনা শেখায় এবং প্রতিবাদী চেতনাকে ত্বরান্বিত করতে উদ্ধুদ্ধ করে।

উপন্যাসের শেষাংশের কাহিনিপট প্রবলভাবে উদ্বেলিত করে। যেখানে শত শত ছাত্রছাত্রীকে জেলে ঢোকানো হচ্ছে। তাদের সংখ্যা দেখে আর নাম ডাকতে ডাকতে বিরক্ত হয়ে উঠছে জেলার। তখন কেউ একজন বলে ওঠে,
‘এতেই ঘাবড়ে গেলেন নাকি?
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব।’

একনজরে
বই: আরেক ফাল্গুন
লেখক: জহির রায়হান
ধরন: উপন্যাস
প্রকাশক: অনুপম প্রকাশনী
প্রকাশকাল: ১৯৬৯
মূল্য: ১২০ টাকা

সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা