চোরাবালি
যুদ্ধ করে বেঁচে আছি নিজের সঙ্গে
ভ্রমে কেটে যায় জীবন সুদিনের আশায়।
সেটি যে সোনার হরিণ নেই কারও অজানা।
ভালোবাসাময় মানব সাম্রাজ্যে কে সুখী?
কে খুঁজে পায় নিজের অস্তিত্ব?
প্রতিযোগিতায় লিপ্ত লোভী মন
জ্বালাতন করে সারাক্ষণ।
সমাজ সভ্যতার কলাকৌশলের রয়েছে সাতরং
গহিনে লুকিয়ে থাকে সনাতন ভালোবাসা, সত্যবাণী।
ডিপ্লোমেসির যুগে সত্য লুকিয়ে কাঁদে।
ছলচাতুরীর চোরাবালিতে ডুবে মরে সত্যের দৈববাণী।