শিশুদের সুন্দর ও রঙিন জগত নিয়ে দন্ত্যস রওশনের ‘সারপ্রাইজ’

দন্ত্যস রওশনের ‘সারপ্রাইজ’

ইরাজ ও তার বাবা এক বাসায় থাকে। মা ট্রেনিং নিতে ছয় মাসের জন্য কানাডা গিয়েছে। বাসায় একজন কাজের লোকও আছে। কিন্তু মোবাইল কিনে দেওয়ার পর সে অসুস্থ থাকলে কিংবা অন্য কারণে মাঝেমধ্যে আসে না। তখন বাবাকেই নাস্তা তৈরি করতে হয়।

কিন্তু আজকাল ইরাজ মাঝেমধ্যে বাথরুমের ভেতর, গেস্ট রুমের সোফায় একজন ব্যক্তিকে দেখতে পায়। তার বাবারও একই অবস্থা। অফিসের বাথরুমে গিয়ে কোনো এক ব্যক্তিকে দেখতে পায়।

বাবা-ছেলে ডাক্তারের কাছে যায়। ডাক্তার এসব শুনে হাসলেন এবং বললেন, তোমাদের কোনো সমস্যা নেই। ডাক্তারের কথা শুনে ইরাজ ও তার বাবার ভয় কিছুটা দূর হলো।

একদিন হঠাৎ ঘরের কলিংবেল বেজে উঠল। ইরাজ দরজা খুলল। সে অবাক হয়ে দেখল তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে; দেশে আসবে যে আগে থেকে কিছু জানায়নি। মা বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছেন। মা আসার পর ইরাজ ও তার বাবার কোনো সমস্যা হলো না।

হয়তো এটাই সারপ্রাইজ। কাছের কেউ দূরে চলে গেলে জীবন অন্যরকম হয়। মাঝেমধ্যে ভয় কাজ করে। আবার সে মানুষটি ফিরে এলে সব ঠিক হয়ে যায়।

লেখক দন্ত্যস রওশনের ‘সারপ্রাইজ’ বইটিতে সারপ্রাইজ গল্পটি ছাড়াও আরও ১৪টি গল্প রয়েছে। বইটির ভূমিকা পড়েই অন্যরকম ভালো লাগা কাজ করেছে। গল্পগুলো পড়তে পড়তে শৈশবে হারিয়ে গিয়েছিলাম। শিশুদের জগৎ কত সুন্দর ও রঙিন হয়— এ গল্পগুলোতে তার ছাপ পাওয়া যায়।

মাঝেমধ্যে গল্পের চরিত্র তাসিনের বন্ধু হয়ে শৈশবে গিয়েছি, রবীন্দ্র ভিলায় জন্মদিনের আনন্দ করতে করতে বিরিয়ানির স্বাদ পেয়েছি অদৃশ্যভাবে। কখনো তৃণার মতো তার বাবার সঙ্গে দাদুর বাড়ি গিয়েছি; আবিদের আহত ফড়িংয়ের কষ্টে কষ্ট পেয়েছি; রইস উদ্দিনের ভাইয়ের বেটার নাতির ঘরের ছেলের জাদুতে শৈশব থেকে বড় হওয়া পড়ে মনে হয়ে হয়েছে চোখের সামনে দেখছি তাদের দুজনকে। তাসিনের পাহাড়ে যাওয়া, পাপাই ও দাদুর আদর ও দায়িত্ব নেওয়া সম্পর্কগুলো পড়ে শ্রদ্ধা বেড়েছে।

এ ছাড়া বকের বাচ্চা চুরি করা নিয়ে যা কাণ্ড হলো, তা পড়ে মনে হলো গাছে উঠে আমরাও বকের বাচ্চা দেখছি। টিকটিকির গল্পে মানুষরা এত ভালো হয় দেখে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। শাকিলের জন্মদিনে আয়ান তাদের ড্রাইভারের সঙ্গে যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, তাতে মুগ্ধ হতে বাধ্য। ‘কুসুমের স্বপ্ন’ গল্পে মাস্টারের সামাজিক দায়িত্ববোধ ও সাহায্যের মাধ্যমে শিশুদেরও নতুন অনেক কিছু শেখার আগ্রহ গড়ে উঠে।

সব দিক বিবেচনা করলে বলা যায়, প্রতিটি গল্পের মধ্যেই কোনো না কোনো শিক্ষামূলক দিক তুলে ধরা হয়েছে। শিশুদেরও যে সুন্দর একটা চিন্তার জগৎ থাকে এবং তা থেকেও কতকিছু শেখা যায়, জানা যায়, সুন্দর সুন্দর রূপরেখা দৃশ্যমান হয়, তা এই গল্পগুলোতে প্রকাশ পেয়েছে।

একনজরে
বই: সারপ্রাইজ
ধরণ: শিশুতোষ গল্পগ্রন্থ
প্রকাশক: অনন্যা প্রকাশনী
প্রচ্ছদ ও অলংকরণ: স্বপন চারুশি
মুদ্রণ: পাণিনি প্রিন্টার্স
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৮
মূল্য: ১৫০.০০ টাকা

হাজীপুর, নরসিংদী