অণুকাব্য

অণুকাব্য
অণুকাব্য
সৌমেন্দ্র গোস্বামী
এক
নেই যার সে–ও পাক, যার আছে তার থাক
কেউ না হারাক তাকে, যাকে সে ভালোবাসে।
দুই
তুমিহীন শহরের প্রান্তিক জীবনযাপন,
বড় একঘেয়ে লাগে।
তিন
দুরূহ ব্যথার উপশমে তুমি নেই,
সব নিখাঁদ রাত্রির আলোচনা মিথ্যে মনে হয়!
চার
কেউ বলল না ভালোবাসি
বলল না,
তোমার মতন কেউ নেই;
তোমাকে আমার লাগবেই।
পাঁচ
বিনয় ভালো কদাপি তোষামোদ নয়
যা কিছু মৌলিক তা সর্বশ্রেষ্ঠ
কেউ খুশি হলে খুশি, অখুশি হলে তাই
তুমি তোমার মতো হও, তোমার মতো।
ছয়
জ্ঞানের আলোয় খুলে নাও চোখ,
মুছে যাবে জীবনের সমস্ত শোক।
সাত
গল্পহীনতার গল্পে নিখোঁজ হতে হতে রোজ,
নিরুদ্দেশ অন্ধকারেও যেন দেখে ফেলে কেউ!
আট
জানালার এ পাশে ভীষণ বৃষ্টি
ভিজে যাচ্ছে বুক
খটখটে আকাশে নীল রোদ্দুর
অনিন্দিতা, তুমি কি কাঁদছ?
নয়
আমি যাচ্ছি, তুমিও এসো
ভালোবাসার পৃথিবী বানাই।
দশ
বুকের ছায়ায় তোমাকে সে চিরদিন
আগলে রাখুক
যে অপারগতায় পুড়িয়েছি হাত,
সে অপারগতা তাকে না ছুঁক।
এগারো
যা কিছু রেখেছ লুকিয়ে
ভেবেছ বললে সে উড়ে যাবে
পাখির মতন; সে কথা বলে দাও তাকে
দুয়ার খুলে দেখ
দাঁড়িয়ে সম্মুখে, দুটি হাত বাড়িয়ে।
বারো
কলম কালির জন্য মূল্যবান
স্মৃতি ব্যতীত
কালিহীন কলমের কিছুই দেওয়ার নেই।

পাঁচ
বিনয় ভালো কদাপি তোষামোদ নয়
যা কিছু মৌলিক তা সর্বশ্রেষ্ঠ
কেউ খুশি হলে খুশি, অখুশি হলে তাই
তুমি তোমার মতো হও, তোমার মতো।
ছয়
জ্ঞানের আলোয় খুলে নাও চোখ,
মুছে যাবে জীবনের সমস্ত শোক।
সাত
গল্পহীনতার গল্পে নিখোঁজ হতে হতে রোজ,
নিরুদ্দেশ অন্ধকারেও যেন দেখে ফেলে কেউ!
আট
জানালার এ পাশে ভীষণ বৃষ্টি
ভিজে যাচ্ছে বুক
খটখটে আকাশে নীল রোদ্দুর
অনিন্দিতা, তুমি কি কাঁদছ?

নয়
আমি যাচ্ছি, তুমিও এসো
ভালোবাসার পৃথিবী বানায়।
দশ
বুকের ছায়ায় তোমাকে সে চিরদিন
আগলে রাখুক
যে অপারগতায় পুড়িয়েছি হাত,
সে অপারগতা তাকে না ছুঁক।
এগারো
যা কিছু রেখেছ লুকিয়ে
ভেবেছ বললে সে উড়ে যাবে
পাখির মতোন; সে কথা বলে দাও তাকে
দুয়ার খুলে দেখ
দাঁড়িয়ে সম্মুখে, দুটি হাত বাড়িয়ে।
বারো
কলম কালির জন্য মূল্যবান
স্মৃতি ব্যতীত
কালিহীন কলমের কিছুই দেওয়ার নেই।