অন্তরালে

দীর্ঘশ্বাসের অন্তরালে

অনেক দিনের পরে যেন
ফিরে এলাম ধরায়,
মরুময় শুষ্ক জীবন
পূর্ণ ছিল খরায়।
হঠাৎ করে উধাও হয়
গহিনের ইতিহাসে,
নিস্তব্ধ হৃদয় যেন
কান্নার জলে ভাসে।
প্রাগৈতিহাসিক হয়ে পড়ি
মাঝের কটা দিনেই,
অন্তরালে লুকিয়ে যেন
থাকি সবাই বিনেই।