ধূপ দহন

ছবি: এআই/বন্ধুসভা

মাঝেমধ্যে অচিন বিষণ্নতার মেঘে ছেয়ে থাকে
দূরের আকাশ
হঠাৎ হঠাৎ রাতের নীরবতায় ছেদ ফেলে
অদ্ভুত স্বরে ডেকে উঠে নিশিগন্ধার ডালে বসে
অচেনা কোনো পাখি!
নারিকেলের পাতা দুলিয়ে মধ্যরাতের নৈঃশব্দ্যকেও
আলতো আদরে ছুঁয়ে যায় মেঘছোঁয়া বর্ষার
শীতল বাতাস!
জানালার ওপাশটায় জোনাকি পোকার ঝাঁক
রাতের শরীরে ঝিলমিলিয়ে আলো জ্বেলে উড়ে
পূর্ব দিকে হেলে আকাশ প্রদীপ হয়ে জ্বলে থাকে
কৃষ্ণপক্ষের গাঢ় কমলারঙা চাঁদ
কিছুক্ষণ পরপরই শশীকলা ঝলমলে মুখ ঢাকে
কালো মেঘদলের আড়ালে—
পলকে আঁধার, পলকেই আবার জ্যোৎস্না ছড়ায়!
দখিনের বারান্দায় নয়নতারা শ্রুভ্রতার ঠোঁটে হাসে
কামিনীও ঘরদোর ভরে তোলে মাতাল সুবাসে।
ক্রমশই রাত বাড়ে...অন্ধকারের রং বদলে যায়
পিনপতন নির্জনতায় নিদ্রামগ্ন এ বসুন্ধরায়
কত না বিনিদ্র অশ্রুভেজা চোখ একাকী রাত জেগে
গোপন কষ্টের দহন ধোঁয়ায় কেবলই ধূপ পোড়ায়।