ফুল হতে চেয়েছিলাম
কখনো কাতর হয়েছ
নিজের মৃত অস্তিত্বের জন্য?
আমি হয়েছি!
একঝাঁক স্বপ্ন দাফনের সময়,
বাবার মুখশ্রী সাদা কাফনে মোড়ানোর সময়,
পৃথিবীর বুকে মমতায়ী মায়ের চলে যাবার সময়!
পরম উষ্ণতায় হৃদয়ের ভাঁজে রাখা নামটা বিসর্জনের সময়।
নিষ্ঠুর সময় এখানেই ক্ষান্ত দেয়নি
সাজিয়েছে নতুন এক ছকের পাতা,
নাড়িয়েছে গুটি চাল,
দাবাকেও হার মানিয়েছে
তাস আর কী বা কাল।
আমাকে বানিয়েছে অপরাধী, করেছে পাপী
আমি তো ফুল হয়ে ফুটতে চেয়েছিলাম
কোনো রাজ্যের ফুলবাগানে,
কারও গল্পের ফুলকাননে।
কিন্তু সময় আমাকে দাঁড় করিয়েছে
অপরাধের রাজ্যে, অন্ধকারের কারসাজে।
আমাকে করেছে কারাবন্দী।
অথচ আমি তো থাকতে চেয়েছিলাম ফুলবাগানের ফুলের রাজ্যে।