কলঙ্কময় চাঁদের চেয়ে অতুলীয় মুখাবয়ব
স্মিত মায়াময় মুখে তির্যক মোহনীয় চাহনি
শুভ্রতায় পরিপূর্ণা অপূর্ব নধর কোমল তনু
অধরদ্বয়ে শোভিত সংকোচের বাড়াবাড়ি।
বোশেখের নিকষ মেঘপুঞ্জ ওই কেশরাশিতে
কাঁচা হলুদের বর্ণিল আভায় ছুঁয়ে যায় মন
সোনালি স্বপ্নেরা দোল খেয়ে যায় দু’নয়নে
অমৃত কথনে বারবার হৃদয় আন্দোলিত।