নীড়ে ফেরা পাখি
সোনালি রোদ্দুর তেজ হারায়
অস্ত নামে ছায়া গ্রামের ওপাশে
সন্ধ্যায় নীড়ে ফেরা পাখিটাও ডানা ঝাপটায়
গন্তব্যে পৌঁছাতে হবে সময়ের আগেই।
এই বুঝি অন্ধকার রজনী গ্রাস করে দিবস আলোক
কলাবাদুড়ের ছোটাছুটি তরঙ্গের পথে
ঘন রাত নামে পৃথিবীর বুকে।
মিটমিট তড়িৎ আলো জ্বলে ওঠে
জ্বলে ওঠে আকাশের নক্ষত্ররাজি
বনের পশুরা গুহায় করে আত্মগোপন
আর আমি গৃহের কোণে কবিতার পাতায়
মুখ গুঁজে হই তৃষ্ণার্ত পাঠক।
কেটে যায় কয়েক প্রহর, প্রতিদিন কবিতার সন্ধ্যায়।