অন্তঃপুরে প্রবেশ

অলংকরণ: আরাফাত করিম

সেদিন হেমন্তের দুপুরে বাড়ি ফেরার পথে,
ওই যুবকের হাত ঘড়ির পিনে আটকে গিয়েছিল
আমার দোপাট্টার আঁচল।
চমকে উঠলাম!
অপলক দৃষ্টি যেন শিল্পের কারুকাজ,
তাকেই খুঁজছে আমার অবয়ব চিত্ত।
শার্টের হাতা ভাঁজ করে রাখা দুটি হাত অভিপ্রায় যেন, আমাকেই ধরে রাখা।
মুখে কোনো কথা নেই,
মায়াবী চোখের চাহনিতেই আমার অন্তঃপুরে প্রবেশ।