মন ও কবর

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

মন আর কবরের
আছে খুব মিল,
দুজনেরই সারাক্ষণ
আটা থাকে খিল।
দুজনই নিভৃতে
কাঁদে আর হাসে,
তবে সেটা বোঝা দায়
থাকলেও পাশে।
মানুষের মন হলো
কবরের মতো,
যার মাঝে বহু কিছু
ঘটে অবিরত।
কভু সুখ কভু বয়
ভয়ানক ঢেউ,
কিন্তু তা বিধি ছাড়া
দেখেন না কেউ।