উত্তরের সুর

প্রতীকীফাইল ছবি

ভাটিয়ালি নয় ভাওয়াইয়া নয়
উত্তরের সুরে ভেসে আসে ঠান্ডা হিমেল হাওয়া।
ভেবেছি উত্তরবঙ্গের দিনাজপুর অথবা পঞ্চগড়ে
দেখা হবে আমাদের
ধরো যদি পঞ্চগড়েই হয়, ভারতের পাহাড়চূড়ার
অপার সৌন্দর্য দেখতে দেখতে
আমরা হারিয়ে যাব ভালোবাসার রাজ্যে
নতুন করে উত্তরের সুরে বাঁধব আমাদের ভালোবাসার গান।
মহানন্দার তীরে বসে লেখা হবে নতুন কবিতা
আমি চট্টগ্রামের মেয়ে, তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই
আবারও নতুন চরের মতো জেগে ওঠা উত্তরের সুরে।